অফবিট দার্জিলিং

পাহাড় মানেই শান্ত বিস্তৃত এক প্রকৃতি। এমন কোনো পর্যটক বোধহয় পাওয়া যাবে না, যার পাহাড় বা নিরিবিলি পরিবেশ ভালো লাগে না। অল্প কয়েকদিনের ছুটিতেই পর্যটকরা পাহাড়ের টানে ছুটে, দার্জিলিং ও সিকিমে যায়। এই বহুল পরিচিত পর্যটন স্থল গুলো ক্রমশঃ ঘিঞ্জি ও জনবহুল হয়ে উঠেছে। আপনার প্রিয় সেই নিরিবিলি জায়গা গুলো আজ কলো কোলাহলে মুখর।

এর এরই হাত ধরে অপেক্ষাকৃত কম বা অপরিচিত জায়গা গুলো পর্যটন মামচিত্রে ক্রমশ উপরের দিকে স্থান করে নিচ্ছে। এরকমই একটা ধারণার থেকে জন্ম নিয়েছে অফবিট কথাটা, আর দার্জিলিংয়ের অপেক্ষাকৃত কম পরিচিত জায়গাগুলো নিয়ে অফবিট দার্জিলিং কথার প্রচলন হয়েছে। পাহাড় যেদিক থেকেই দেখো সব দিকের আলাদা সৌন্দর্য ও আলাদা বৈচিত্র্য।

এরকমই একটি অফবিট দার্জিলিংয়ের ঠিকানা হোলো পহেলাগাঁও। যার অর্থ প্রথম গ্রাম। পাহাড়ের উপর থেকে ঢাল বেয়ে নিচের দিকে নামলে কমলালেবু বাগান, চা বাগান আর রকমারি অর্কিডের সমারোহে গড়ে ওঠা গ্রামের নাম পহেলাগাঁও। কি নেই এখানে!! একটি পাহাড় কে সুন্দর ভাবে সাজাতে যা কিছু দরকার তার সব কিছুই পাবেন এখানে। প্রকৃতি যেনো দুহাত ভরে পাহাড়ের প্রতিটা ধাপকে সাজিয়ে দিয়েছে। কোথাও কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই। সব প্রাকৃতিক এবং নৈস্বর্গিক।

একটা ছোট্ট পাহাড়ি গ্রাম 120 টা পরিবারের বাস। অথচ হাতের কাছে আপনি সব পাবেন। পাহাড়ি মানুষের অতিথ্যতায় গোটা গ্রামই আপনাকে ভালোবাসবার জন্য তৈরি। আপনার পাহাড়ি ভ্রমনের অভিজ্ঞতাকে এক মাধুর্যতায় ভরিয়ে দেবে। এই পাহাড়ের প্রতিটা বাঁকেই যেমন প্রকৃতি তার সৌন্দর্য্যের ডালি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। তেমনই প্রতিটি মুহূর্তে আপনি ভেসে যাবেন এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য। পাখির ডাক শুনতে শুনতে কখন যে আপনার সারাদিনের ভ্রমন সম্পুর্ন হবে আপনি টের পাবেন না।